বন্দরে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৩

372

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ ও র্যা ব-১১ এর যৌথ অভিযানে ২’শ ৯০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । গত সোমবার ২৭মে রাতে যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে থানার মদনপুর আন্দির পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে ইমরান হোসেন(৩০),পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মৃত আলীনুর মিয়ার ছেলে ইকবাল হোসেন ওরফে নিখিল বাবু(৫০),মিনার বাড়ী এলাকার বাদশা মিয়ার ছেলে বানু বেগমের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল্লাহ(১৯)।
এ ব্যাপারে বন্দর থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৭৯,৮০,৮১(০৫)১৯ইং।
জানা গেছে,গত সোমবার রাতে গোপন সংবাদের ভিওিতে র্যা ব-১১ এর একটি টিম নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে র্যা ব-১১’র ডিএডি ফরিদুর রহমানের নেতৃত্বে ১৮০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে গ্রেফতার করে। অপর দিকে বন্দর থানার এসআই হুমায়ুন ও এএসআই নজরুলের নেতৃত্বে মদনপুর ইউনিয়ন আন্দির পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০পিছ ইয়াবাসহ আব্দুল্লাহকে আটক করে। একই রাতে পৃথক অভিযানে বন্দর থানার এসআই আবু তালেব ও মোহাম্মদ আলীর নেতৃত্বে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার চিহিৃত মাদক ব্যাবসায়ী ইকবাল হোসেন নিখিলকে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।