বন্দর প্রতইনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে অসুস্থ্য এক মা তার বড় ছেলে নাজমুল হাসান রিয়াদকে খুঁজে খুঁজে শয্যাশায়ী হয়ে পড়েছে। বুধবার ২৮মে নাজমুল হাসান রিয়াদের মা ও আব্দুর রশিদ কন্ট্রাক্টরের অসুস্থ স্ত্রী তার ছেলে নাজমুল হাসানকে ফিরে পেতে গন মাধ্যমকর্মীদের সাহায্য কামনা করেছেন।
তিনি জানিয়েছেন,আমার ছেলে নাজমুল হাসান রিয়াদ হটাৎ অজানার উদ্দেশ্যে চলে গেছে। তার বিবাহের পর থেকে আমার ছেলে নাজমুল আমার সাথে না থেকে অন্যত্র থাকত। সময় পেলেই নাজমুল আমার সাথে দেখা করতে চলে আসত। আমার ছেলের সাথে অনেকদিন আমার কোন যোগাযোগ হচ্ছেনা। আমি আমার ছেলে নাজমুলকে দেখার জন্য মন ছটফট করছে। আমি নাজমুল হাসান রিয়াদের ০১৯২৪২৫৮১২৬ এই নাম্বারে অনেক ফোন করেছি কিন্তু ফোনটি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ছেলের চিন্তায় দিন দিন আরো অসুস্থ্য হয়ে পড়ছি। আমার আতিœয় ¯^জন ও নাজমুলের বন্ধুবান্ধব যদি আমার ছেলের কোন সন্ধ্যান পান তবে ০১৭১১১৫০৬৮২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইল। নাজমুল তুমি যেখানেই থাক দ্রুত বাড়ী ফিরে আস। আমি মিডিয়ার মাধ্যমে আমার ছেলে নাজমুলকে ফিরে পেতে চাই।