সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

398

রুদ্রবার্তা ২৪ঃসোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনার সরকার সবসময় গরীব-দুঃখীদের পাশে আছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রতিটি ইউনিয়নে গরীবদের মাঝে চাল বিতরণের সরকারের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। আজ আমার ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ করা হলো। এতে গরীব পরিবারগুলো অনেক উপকৃত হয়েছে।