নিজস্ব প্রতিনিধিঃনারায়নগঞ্জে বহু আলোচিত করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও শীতলক্ষ্যা হজ্ব এজেন্সি এর একমাএ ফাউন্ডার মোঃ হাবিবুল্লাহ বাতেন সায়মন সম্মানিত হজ্ব যাত্রীগনের ২০১৯ সনে হজ্ব প্রশিক্ষনে নারায়নগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে সরকারি বেসরকারী উভয় হাজীদের হাব এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী মোঃ হাবিবুল্লাহ বাতেন সায়মন