সদর থানায় ৭টি সিআর ও ৩টি জিআর মামলা সহ ১০টি মামলায় জুম্মন গ্রেফতার

355

নিজস্ব প্রতিনিধিঃ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জুম্মন (৩৩) নামের এক দূর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮মে) দিবাগত রাত ৯টার দিকে শহরের দেওভোগ এলাকা থেকে জুম্মনকে গ্রেফতার করার পর বুধবার সকালে তাকে আদালতে প্রেরন করেন পুলিশ।
গ্রেফতারকৃত জুম্মন শহরের দেওভোগ ১৮৭নং খানকা রোড এলাকার কাইয়ূম মিয়ার ছেলে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সিআর মামলায় ৭টি ও জিআর মামলা ৩টি সহ মোট ১০টি মামলায় চলমান রয়েছে।
মাদক ব্যবসায়ী, ছিনতাই, সন্ত্রাসী, ছিনতাইকারী সহ একাধিক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট তামিল ও গ্রেফতার করায় সদ্যপ্রাপ্ত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এ,এস,আই হিসেবে ৬ষ্ঠ বার নির্বাচিত অভিযান পরিচালনাকারী নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) সামসুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে শহরের দেওভোগ এলাকা থেকে একাধিক মামলার আসামী জুম্মনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় ৭টি সিআর ও ৩টি জিআর মামলা সহ ১০টি মামলা চলমান রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম পিপিএম জানান, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার হারুন অর রশিদ স্যারের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় প্রতিদিনই বিভিন্ন মামলায় অপরাধীদের গ্রেফতার করেছি আমরা। অপরাধ করলে অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হয় আর এটাই নিয়ম। মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই সহ নানা অপরাধে অত্র থানার এ,এস,আই মামসুজ্জামান অনেক ক্ষেত্রে তার নিজের জীবন বাজি রেখেও অত্র থানায় দূর্ধর্ষ বিভিন্ন অপরাধীদেরকে গ্রেফতার করেছেন। তিনি ৬ষ্ঠ বার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এ,এস,আই নির্বাচিত হওয়ায় বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরো বেশী উজ্জল হয়েছে। আমি তার মঙ্গল কামনা করছি যেন ভবিষ্যতে তার যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনে সফল হন।