স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিরোধকৃত জমির গাছ থেকে আম পাড়ায় রতন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে মুমূর্ষ অবস্থায় আশেপাশের লোকজন আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাবরকপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ আতর বানু নামের একজনকে আটক করেছে।
জানা গেছে , উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাবরকপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আরিফ ও প্রান্তর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো একই গ্রামের মোতালিবের ছেলে রতনের। গতকাল বুধবার সকালে আম পাড়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ, প্রান্ত ও আতর বানু দেশীয় তৈরী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রতনের বসত ঘরে ঢুকে তাকে এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আহত রতনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আতর বানু নামে একজনকে আটক করেছে। ঘটনার পর থেকে আরিফ ও প্রান্ত পলাতক রয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।