বাড়ী মালিকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, আপনারা পূর্ণাঙ্গ ঠিকানা নিয়ে ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বাড়ি ভাড়া দিবেন

414

সময়ের চিন্তা ডট কমঃ বাড়ী মালিকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, আপনারা পূর্ণাঙ্গ ঠিকানা নিয়ে ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বাড়ি ভাড়া দিবেন।
অদ্য ২৮/০৫/২০১৯ খ্রিঃ তারিখ বেলা ১১:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার চাষাড়াস্থ নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিসের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও নারায়ণগঞ্জ টিভির যৌথ উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমই এর সাবেক প্রেসিডেন্ট জনাব ফজলুল হক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর সভাপতি আঃ সালাম সহ মুক্তিযোদ্ধার সন্তানরা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে রক্তের বিনিময়ে। স্বাধীনতা চক্রের বিরোধীরা এক সময় গাড়ীতে পতাকা উড়িয়ে চলত আমরা পুলিশ হিসেবে তাদের স্যলুট করতে হতো, সে সময় মনে খুব কষ্ট লাগত। আজও সেই স্বাধীনতা চক্র বিরোধীরা ঘাপটি মেরে আছে তাদের থেকে সাবধান থাকতে হবে। ঈদকে সামনে রেখে তারা যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশ সুপার আরো বলেন, জেলা পুলিশ ইতোমধ্যে মহিলা ও পুরুষ ছিনতাইকারী মিলে ২৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে কেনা-কাঁটা করতে পারে সে লক্ষ্যে পুলিশের হোন্ডা মোবাইল সার্ভিস চালু করা হয়েছে। মার্কেটগুলোর সামনে সাদা পোশাকে ডিবি নজরদারি করছে। নারায়ণগঞ্জ জেলা অত্যন্ত ব্যস্ত এবং ধনী জেলা। এইখানকার ব্যবসায়িক লোকজন সর্বোচ্চ করদাতা হয়। আপনারা জানেন যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ শহরে ব্যাপক হারে রিকশার সংখ্যা বেড়ে গেছে। শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশকে বেগ পেতে হচ্ছে। তবুও আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। রিকশার বিষয়ে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হবে। পুলিশ সুপার আরো বলেন মাদক চোরাকারবারীদের,ভূমিসন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহ আছে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার শহরের এবং আশপাশের এলাকার বাড়ী মালিকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, আপনারা পূর্ণাঙ্গ ঠিকানা নিয়ে ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বাড়ি ভাড়া দিবেন। কোন আগন্তক এর নিকট নাম-ঠিকানা ছাড়া বাড়ি ভাড়া দিবেন না। জঙ্গীদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। পরবর্তীতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।