বন্দরে কলসি প্রতিকে এড. মাহমুদার ব্যাপক গণসংযোগ

458

বন্দর প্রতিনিধিঃ আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় কলসি প্রতিকে দিনভর গণসংযোগ করেছেন এড. মাহমুদা আক্তার৷ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রতিক বরাদ্দের পরপরই গণসংযোগ আর মিছিলে রাজপথ মুখরিত করে তুলেন এড. মাহমুদা ও তার সমর্থকরা। এসময় তিনি বন্দর ফরাজিকান্দা এলাকা হতে আলিনগর, ঘারমোড়া, চুনাভূড়া, বুর“ন্দিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালান। গনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, মোঃ হাসান, মোঃরিয়াদ, ইমরান, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন মদিল,মোঃরাসেল, জুয়েল, মোঃরোকন,ফার“ক আহমেদ, মোঃশুভ, গাফফার, তৌহিদুর প্রমূখ।