সময়ের চিন্তা ডট কমঃ অদ্য ০১/০৬/২০১৯ খ্রি: তারিখ দুপুর ১২:০৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার একটি চৌকশ টিম এসআই/ আলমগীর কবির এর নেতৃত্বে সিদ্দিরগঞ্জ থানাধীন সাইবোর্ডস্থ চৌরঙ্গী পেট্রোল পাম্পের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কের উপর হইতে গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ি ০১। সোহাগ (২৪), ০২। রুবলে (২৩), ০৩। বিল্লাল (২৩), ০৪। মজিবর (৪৮)”দের গোয়েন্দা পুলিশ তাদেরকে ধৃত করিয়া জিঙ্গাসাবাদ করিলে কথা-বার্তা সন্ধেহজনক হওয়ায় উক্ত ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী কালে ৭,০০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাইয়া বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত উদ্ধারকৃত ইয়াবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তারা ইয়াবা চোরাকারবারী এবং তাহারা পরস্পর যোগসাজসে কক্সবাজার হতে পাইকারী হিসেবে ইয়াবা ট্যাবলেট আনিয়া ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি করিয়া থাকে বলে জানা যায়। উক্ত ইয়াবার চোরাকারবারীর সাথে আরো যারা সংশিষ্ট আছে তাহাদের বিষয়ে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে সিদ্দিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ১০ (দশ) দিনের রিমান্ড চাইয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।