পুলিশ সুপারের তাৎক্ষণিক দিকনির্দেশনা ও তদারকিতে গণধর্ষণ মামলার আসামীদেরকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার

389

সময়ের চিন্তা ডট কমঃ গতকাল রাত ৯.৩০ ঘটিকায় বন্দর থানাধীন সাবদীর আইজতলা এলাকায় ২ জন যুবতী সুমাইয়া(১৮) ও পান্না (২০) তাহাদের দুই জন ছেলে বন্ধু নিয়ে ঘুরতে গেলে, সেখানে ৮ জন দূস্কীতিকারী ও উচ্ছৃঙ্খল যুবক উক্ত মেয়েদের দুই জন ছেলে বন্ধুদ্বয় কে তাড়াইয়া উক্ত যুবতীদ্বয় কে পার্শ্ববর্তী বিলের মাঝখানে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষন করে। পরবর্তীতে যুবতীদ্বয় এর ডাক চিৎকারে ও তাদের ছেলে বন্ধুদের সহায়তায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: তরিকুল আলম জুয়েল ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে উপস্থিত হইয়া যুবতীদ্বয়কে উদ্ধার করে এবং ঘটনাস্থল হইতে ০৩ জনকে গ্রেফতার করে। এ সংক্রান্তে ভিকটিম সুমাইয়া (১৮) বাদী হইয়া বন্দর থানায় এজাহারনামীয় ০৮ জন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ০১ টি মামলা দায়ের করে যাহার নাম্বার ০৩ তাং- ০২/০৬/২০১৯ ধারা- নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী- ২০০৩) এর ৯(৩)/৩০ ধারা তৎসহ ৩২৩/৩৭৯ পেনাল কোড। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার বিষয়টি অবগত হইলে তাৎক্ষণিক ভাবে তার দিকনির্দেশনায় ওসি বন্দর ও মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো: তরিকুল আলম জুয়েল এর নেতৃত্বে দুইটি টিম ঝটিকা অভিযান পরিচালনা করিয়া ০২/০৬/২০১৯ খ্রি: ভোর রাত্রে অনুমান ০৩.৩০ ঘটিকার সময় সাবদী এলাকা হইতে আরো এজাহারনামীয় ০২ জন মোট এজাহারনামীয় ০৫ জন ০১। রায়হান(২৩) ০২। মোহাম্মদ শাহীন(২২) ০৩। মো: সুজন (২০) ০৪। মো: নাজিমুদ্দিন(২৫) ০৫। শাহীন(২৪) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং তদন্তে প্রাপ্ত অপর একজন আসামী ০৬।নিজাম(২৪) কে গ্রেফতার করে। এজাহারনামীয় গ্রেফতারকৃত ০৫ জন আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে তারা পালাক্রমে যুবতীদ্বয়কে গণধর্ষন করার কথা স্বীকার করে। অপর ০৬ নং আসামী নিজাম সহায়তা করেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। অদ্য ০২/০৬/২০১৯ খ্রি: বেলা ০১.৩০ ঘটিকার সময় উক্ত এজাহারনামীয় গ্রেফতারকৃত ০৫ জন আসামী ফৌ:কা:বি: ১৬৪ ধারায় দোষ স্বীকার করিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: কাওসার আলীম মহোদয়ের আদালতে জবানবন্দী প্রদান করে।বিজ্ঞ আদালত জবানবন্দী শেষে সকল আসামীদেরকে জেলা কারাগার নারায়ণগঞ্জ এ প্রেরণ করেন।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের তাৎক্ষণিক দিকনির্দেশনা ও তদারকিতে এইরুপ গুরুত্বপূর্ণ গণধর্ষণ মামলার আসামীদেরকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা এবং ২৪ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি: ১৬৪ ধারায় দোষ স্বীকার করিয়া জবানবন্দী প্রদান করানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।