সময়ের চিন্তা ডট কমঃসম্মানিত নারায়ণগঞ্জবাসীকে ঈদের নামাজে জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু না নিয়ে আসার জন্য অনুরোধ করেন- পুলিশ সুপার, নারায়ণগঞ্জ।০৩/০৬/২০১৯ খ্রি: তারিখ দুপুর ০১:১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, সদর, সিদ্দিরগঞ্জ, রুপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার ও বন্দর থানাধীন এলাকায় আসন্ন ঈদ উল ফিতর এর যে সকল বড় জামাত অনুষ্ঠিত হবে সে গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার প্রথমে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও ঈদ জামাতের নিরাপত্তা সংক্রান্তে পুলিশ সুপারের কার্য়ালয় এর সম্মেলন কক্ষে একটি মিটিং করেন। উক্ত মিটিংএ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক তদন্তসহ জেলা বিশেষ শাখা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসারবৃন্দ। উক্ত মিটিং শেষে পুলিশ সুপার মহোদয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে যে ঈদ জামাতগুলি হবে সে গুলোর দিকে আমাদের তীক্ষ নজারদারী রয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ঈদের বড় জামাত যা চাষাড়ার কাছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠ ও স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে সেখানে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। বিশেষ করে মন্ত্রী মহোদয় রুপগঞ্জের মোড়াপাড়া মাঠে এবং নারায়ণগঞ্জের অন্যান্য এমপিগন যে সকল ঈদ জামাতে নামাজ পরবেন সে সকল জামাত গুলিতেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঈদ জামাতের প্রবেশ পথে আরচওয়ে গেট স্থাপন করা হয়েছে। মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশী করা হবে। ইহা ছাড়াও সাদা পোশাকে পুলিশ পাঞ্জাবি, পায়জামা পড়ে ঈদ জামাতে অবস্থান নিবে। জেলা গোয়েন্দা শাখার পুলিশও অবস্থান নিবে। আশপাশের বড় বড় বিল্ডিং এর ছাদেও পুলিশ অবস্থান নিবে। আশে পাশের প্রত্যেক বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান চলবে। ইহা ছাড়াও ঈদ জামাতের পাশে আমাদের পুলিশ কন্টোল রুম থাকবে এবং বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চৌকি থাকবে। আমি সম্মানিত নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করব ঈদের নামাজে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে আসে। নিরাপত্তার স্বার্থে আমাদেরকে সহায়তা করার জন্য অনুরোধ করব। নারায়ণগঞ্জ জেলার সকল ঈদ জামাতের নিরাপত্তার জন্য ৩০০ পুলিশ নিয়োজিত থাকবে।
মতবিনিময় শেষে পুলিশ সুপার মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগা মাঠ ও স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন। এর পরে সদর মডেল থানাধীন জিম খানা ঈদগা মাঠ পরিদর্শন করেন এবং রাসেল পার্ক হয়ে সর্ব শেষে খানপুর ঈদগা মাঠ পরিদর্শন করেন। পুলিশ সুপার সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এবং সকল নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সম্মানিত নারায়ণগঞ্জবাসীর সেবা করার জন্য এবং সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সুপার ঈদের দিনেও রাস্তায় থাকবেন।