ঢাকা-সিলেট মহাসড়কের রুপগঞ্জ হতে অজ্ঞাত ও মলম পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

345

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাশকতামূলক ও অপ্রীতিকর কর্মকান্ড রোধ, যাত্রী হয়রানি, মহাসড়কে চাঁদাবাজি ও যানজট নিরসন এবং নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইন-শৃক্সখলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-১১ নিরলস পরিশ্রম করে আসছে। র্যা ব-১১ দায়িত্বপূর্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ মহাসড়কে চাঁদাবাজি ও অজ্ঞাত মলম পার্টির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে গত ৩১ মে ২০১৯ তারিখ দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড এলাকা হতে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ১৩ চাঁদাবাজ এবং গত ০৩ জুন ২০১৯ তারিখ দিবাগত রাতে নারায়ণগঞ্জের চিটাগং রোড, কাঁচপুর ও মদনপুর এলাকা হতে চাঁদাবাজি করার সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ১৯জন কে গ্রেফতার করা হয়। ধৃত চাঁদাবাজদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে অন্যান্য চাঁদাবাজ ও মহাসড়কে অজ্ঞাত মলম পার্র্টির বির“দ্ধে অভিযান অব্যাহত থাকে।
অদ্য ০৪ জুন ২০১৯ তারিখ ভোর ০৫০০ ঘটিকার সময় র“পগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো মোড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন, পিপিএম এর নেতৃত্বে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে অজ্ঞাত মলম পার্টির ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফাতারকৃতরা হলো আসামী ১। মোঃ লিটন (৩৮), ২। মোঃ আনোয়ার হোসেন @ আনু (৩৪), ৩। মোঃ ঈমান আলী (৩৪) এবং ৪। মোঃ সোহেল (২২)দেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল­াশী করে ৪০পিস চেতনাশক ট্যাবলেট, চেতনাশক বাম মলব ও মরিচের গুড়া জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মহাসড়কে সাধারণ ও ঘরমুখী যাত্রীদের অজ্ঞান করে তাদের সর্বস্ব কেরে নেয়।
গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের/রাস্তায় চলাচলরত সাধারন মানুষকে এবং বাস, অটোরিক্সা, (সিএনজি) ইত্যাদি যাত্রাবাহী পরিবহনে যাত্রী সেজে চেতনানাশক ট্যাবলেট জুস, পানি, চা, ডাবের পানি ও শরবতসহ বিভিন্ন খাবারে মিশাইয়া সাধারন যাত্রীদের সেবন করাইয়া ও সু-কৌশলে উক্ত চেতনাশক প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করতঃ সর্বস্ব কেরে নেয়। সুনিদিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরধারির প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-সিলেট মহাসড়কের রুপগঞ্জে তারাবো এলাকা হতে ঈদে ঘরমুখী যাত্রীদের অজ্ঞান করার সময় এই অজ্ঞাত মলম পার্টির সদস্যদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।