কালিয়ার বাঐসোনা স্কুলে ঈদপূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

526

কালিয়া (নড়াইল ) প্রতিনিধি: আলাদা চিঠি, আলাদা সবাই তবু এক খামে, তবু এক নামে। এই প্রতিপাদ্যে নড়াইলে অনুষ্ঠিত হলো ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান।ঈদের দ্বিতীয় দিন কালিয়া উপজেলার বাঐসোনা মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৯ এর এসএসসি ব্যাচের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শুরতেই কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্লা , স্কুল কমিটির সভাপতি শাহ মোঃ বালাউদ্দিন মোল্লা, প্রধান শি¶ক অমলেন্দু হীরা প্রাক্তন শিক্ষক সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সবশেষে শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।