সময়ের চিন্তা ডট কমঃ গত সোমবার ১০/০৬/২০১৯ খ্রিঃ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মেঘনা নিউটাউন এলাকায় স্বদেশ পরিবহনের একটি চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এ সময় জনণন ও পুলিশের তাৎক্ষনিক ভূমিকায় গাড়ী চালক, ধর্ষনের চেষ্টাকারী মূল আসামী শামিম মিয়াকে গ্রেফতার করা হয় এবং উত্তেজিত জনতা আসামীকে গণধোলাই দেয়। পুলিশ বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। মেয়েটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে থাকে। চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মেঘনা নিউটাউন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে মার্কেটের সামনে গাড়ির জন্যে অপেক্ষা করছিল। এসময় স্বদেশ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১১-৭২৬৫) দেখে থামাতে বললে গাড়িটি আরো দ্রুতবেগে চালানো হয়। এসময় তারা বাস থেকে এক কিশোরীর বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পায়। পরে জনগন পুলিশকে সংবাদ দেয় এবং ঘটনাস্থলে টহলরত পুলিশ ও স্থানীয় জনগন গাড়িটি থামিয়ে দেখতে পায় হেলপার গাড়ি চালাচ্ছে এবং চালক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করছে। তখন জনতা কিশোরীকে উদ্ধার করে চালককে গণধোলাই দেয় এবং এ সময় কৌশলে হেলপার পালিয়ে যায়। হেলপারকে গ্রেফতারের অভিযান চলছে। এ সংক্রান্তে মামলা দায়ের করা হয়েছে এবং মূল আসামীকে ০৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।