রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ডহরগাঁও, ইউসুফগঞ্জ, বাগবেড় ও কাজীরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সোমবার রাতে বেশ বকয়েকটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় ডহরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে জমসের আলীকে ৫০ পিছ, ইউসুফগঞ্জ এলাকার সাইদুর রহমানের ছেলে তারেক রহমানকে ৩০ পিছ, কাজীরবাগ বিড়লবাড়ি এলাকার আব্দুল আজিজের ছেলে মাসুম মিয়াকে ৫২ পিছ ও বাগবেড় এলাকার ফজলুল হকের ছেলে আলামিনকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।