নারায়ণগঞ্জে জেলা প্রশাসক রাব্বী মিয়ার বদলি

996

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকার পর বদলি হয়েছেন রাব্বী মিয়া।
মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের উপ-সচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বদলির আদেশ প্রদান করা হয়। এদিকে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
সদ্য বদলি হওয়া ডিসি রাব্বী মিয়া ১৭তম বিসিএস কর্মকর্তা। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। সদ্য তাকে বদলি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করা হয়েছে।
এদিকে পাবনার জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন ২০তম বিসিএস কর্মকর্তা। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর পাবনায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। আগামীতে তিনি নারায়ণগঞ্জে রাব্বী মিয়ার স্থলে দায়িত্ব পালন করবেন।