সোনারগাঁয়ে গৃহবধু ফারজানার রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি হত্যা, লাশ আনতে স্বজনদের মারধর

402

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বারদী ইউনিয়নের বারদী এলাকায় মঙ্গলবার সকালে ফারজানা (২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মুত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে ফারজানা নামে এক গৃহবধু আত্নহত্যা করেছে এমন খবর প্রচার করা হয়। বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য দাইয়ান সরকার ফারজানার পরিবারের লোকজনকে মোবাইল ফোনে মৃত্যুর খবরটি জানায়। পরে সোনারগাঁ থানার এসআই মোক্তারকে সাথে নিয়ে ফারজানার পরিবার তার বাড়ীতে গিয়ে ঘরের ভিতর লাশ পড়ে থাকতে দেখে। এদিকে ঘটনার পর পরই ফারজানার ¯^ামী সুজন তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। জানা গেছে, ইউপি সদস্য দাইয়ান সরকারের নির্দেশেই তার পালিত সন্ত্রাসীরা পুলিশের সামনে উল্টো ফারজানার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে ৬জনকে মারাত্মকভাবে আহত করে। আহতরা হলেন ফারজানার ভাই আলামিন, মো: মোক্তার হোসেন তার স্ত্রী আকলিমা, মো: শহিদ, আলমগীর, রতন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে ভর্তি করে।

এ ব্যাপারে দাইয়ান মেম্বাররের সাথে যোগাযোগ করলে তিনি হামলার কথা অস্বীকার করেন।

ফারজানার বড় ভাই ও মা বানেছা বেগম জানান, পাঁচ বছর পুর্বে উপজেলার বারদী ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে সুজনের সাথে মেঘনা উপজেলার চালিভাংগা পুরানগাঁও গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ফারজানার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সুজন তার স্ত্রী ফারজানাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলো। পরে ফারজানার বাবা-মা পাঁচ লাখ টাকা যৌতুক দেয়। এদিকে পূণরায় সুজন দুবাই যাওয়ার জন্য ফারজানাকে তাদের বাড়ী থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। পরে মেয়ের সুখের কথা ভেবে ফারজানার বাবা মা জমি বিক্রি করে এক বছর আগে সুজনকে দুবাই পাঠান। পরে তিন মাস না যেতেই ফারজানার স্বামী তার স্ত্রীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সবশেষে ১১ই জুন মঙ্গলবার সকালে গৃহবধু ফারজানাকে মৃত অবস্থায় তার ঘরে পাওয়া যায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।