নিজস্ব প্রতিনিধিঃ শ্রমিক উন্নয়ন ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির জনকল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ বলেন, ডাকাতের মত জয়নাল গংরা দিনের বেলা প্রকাশ্যে মাইকিং করে লক্ষীনারায়ণ কটন মিলের শেয়ার হোল্ডারদের ১৫ তারিখের মধ্যে বসতবাড়ী ছাড়ার হুমকি দিচ্ছে। ১৫ জুনের আগে নীটকনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লাকে গ্রেফতার করতে হবে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষীনারায়ণ কটন মিলের শেয়ার হোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই মিলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জেলা প্রশাসক। সুতরাং তিনি যদি চেয়ারম্যান হয়ে থাকেন তাহলে কিসের বলে সাধারণ সভা ডেকে নিজেকে চেয়ারম্যান দাবী করেন কুচক্রী জয়নাল আবেদীন মোল্লা? এত বড় সাহস তাকে কে দিয়েছে। আগামি ১৫ তারিখের পর আমার শেয়ার হোল্ডার ভাইদের মধ্য থেকে যদি একজনকেও উচ্ছেদ করা হয় তাহলে নারায়ণগঞ্জের ৭৪টি শ্রমিক সংগঠন বসে বসে আঙ্গুল চুষবে না রাজপথে আগুন জ্বলবে। যদি শেয়ার হোল্ডারদের উপর কোন আচড় আসে তাহলে সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জে এমন কর্মসূচী দেয়া হবে সে কর্মসূচীর ঘটনার সমস্ত দায় দায়িত্ব মোল্লা জয়নালের উপর বর্তাবে।
তিনি আরো বলেন, নীট কনসার্ন মালিকের পক্ষে মুকুল গত ১লা জুন আল্টিমেটাম দেন যে, আগামী ১৫ জুনের মধ্যে মিলের আবাসিক এলাকায় বসবাসরত শেয়ার হোল্ডাররা বাড়ি থেকে স্বেচ্ছায় বের না হলে শেয়ার হোল্ডারদের পরিবার বর্গকে যে কোন মূল্যে নিউ ল²ী নারায়ণ কটন মিল থেকে বের করে দেয়া হবে। তাই শেয়ারহোল্ডার ও তাদের পরিবার বর্গের জীবনের নিরাপত্তা ও মালিকানা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
শেয়ার হোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, শেয়ার হোল্ডার মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র সরকার, মোঃ হোসেন, আইয়ুব আলী, রবি দাস, অনিল চক্রবর্তী প্রমূখ।