ফতুল্লায় ওয়ারেন্ট ভুক্ত শীর্ষ ২ মাদক ব্যবসায়ী ইয়াবা সহ গ্রেফতার

625

নিজস্ব প্রতিনিধিঃ ওয়ারেন্ট ভুক্ত শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মাসদাইর গুদারা ঘাট এলাকার ¯^পন মিয়ার ছেলে হাসিবুর রহমান সাব্বির (৩২), ও তার স্ত্রী অন্তরা (২৬)। এসময় তাদের কাছ থেকে ১১৫ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, মঙ্গলবার বিকেলে মাসদাইর গুদারাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময়
অভিনব কৌশল কাজে লাগিয়ে এসআই ইলিয়াস ও এএসআই তারেক সঙ্গীয় ফোর্স সহ রাত আনুমানিক সোয়া ১টায় ১১৫ পিছ ইয়াবা ও মাদক সেবনের ব্যবহারিক জিনিসপত্র সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এর আগেও বেশ কয়েকবার ইয়াবা সহ তাদের গ্রেফতার করার হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে, যার নং ১২(৬)১৯ এবং তাদের
বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট ছিল।
তিনি আরো জানান, আমরা পুলিশ সুপারে নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষনা করেছেন তা অব্যাহত থাকবে। মাদকের সাথে কোন আপোষ নেই আমাদের।