বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে ৩লিটার চোলাই মদসহ ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১১জুন রাতে নবীগঞ্জ এলাকায় মাদক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে আড়াইহাজার থানাধীণ সিংহদী গ্রামের মোছলে উদ্দিন মিয়ার ছেলে জাহাঙ্গীর(২৯),নবীগঞ্জ রওশনবাগ এলাকার হারিছ মাষ্টারের ছেলে তছলিম(৫০),কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীণ কাজিয়াতল গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোশারফ হোসেন(৫৩)।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ নবীগঞ্জ রওশনবাগ এলাকায় মাদক অভিযান চালায়। অভিযানে এসআই মাহফুজ রানা ও এএসআই জাকিউল ৩লিটার মদ বিক্রিকালে ওই এলাকার ঈদগা মাঠের সামনে থেকে মদ ব্যবসায়ী জাহাঙ্গীর,তছলিম ও মোশারফকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।