বন্দর প্রতিনিধিঃনারায়ণগঞ্জ বন্দরে কিশোরী ধর্ষণ মামলার আসামী হৃদয়(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১১জুন রাতে হরিপুর বাজারে এলাকাবাসী গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে বন্দর থানায় ধর্ষিতা বাদী হয়ে ওই রাতেই লম্পট হৃদয়কে আসামী করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। মামলা নং-১৪(৬)১৯ইং।
জানা গেছে, বন্দর বঙ্গশাষণ এলাকা ধর্ষিতা কিশোরীকে তার সৎ মায়ের পূর্বের সংসারের সন্তান হৃদয়। দীর্ঘদিন ধরে সৎ মায়ের ছেলে লম্পট হৃদয় ধর্ষিতাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এর ধারাবহিকতায়,মঙ্গলবার ১১জুন রাত ৮টায় ধর্ষিতা কিশোরী তাদের পুরনো বাড়িতে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা লম্পট হৃদয় বঙ্গশাষণ পারটেক্স ক্যবলের পিছনে একা পেয়ে জোর পূর্বক কবরস্থানের পাশে নির্জণ স্থানে নিয়ে ইচ্ছার বিরোদ্ধে ধর্ষণ করে। পরে এলাকাবাসী ধর্ষক হৃদয়কে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ধর্ষিতাকে ডাক্টারী পরিক্ষার জন্য হাসপাতালে প্রেরন করেছে।
ধৃত ধর্ষক হৃদয়কে বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।