স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউন এলাকায় স্বদেশ পরিবহনের চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী বাস হেলপার নিরবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা অভিযুক্ত বাস চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত নিরব উপজেলার দুধঘাটা এলাকার আব্দুল আলীর ছেলে। পুলিশ রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তাহিদ উল্লাহ হেলপার নিরবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার একটি প্যাকেজিং কারখানার এক নারী অপারেটরকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন এলাকায় স্বদশে পরিবহনের চলন্ত বাসে বাস চালক শামীম ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্থানীয় জনতা চালক শামিমকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর থেকে বাসের হেলপার নিরব পলাতক ছিল। পরে গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রাজধানী ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। এদিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণী বাদী হয়ে গত মঙ্গলবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।