বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা মানবাধিকার কাউন্সিলের ঈদ পূর্নমিলনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বন্দর থানাধীন মদনগঞ্জ টিক্কার মোড় এলাকায় বন্দর শাখার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক এম আর হায়দার রানা, বন্দর থানা মানবাধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সাগর, আলমগীর হোসেন, কফিলউদ্দিন, মফিজ প্রধান, হাজী সেলিম,কোষাধ্যক্ষ শফিউদ্দিন আহমেদ নাবু,হাজী মাসুম,আনিসুর রহমান,মুক্তার জাহান,ওয়াদুদ মোল্লাহ,হোসাইন মোহাম্মদ উজ্জল,সামসুল হক,মোঃজাহাঙ্গীর, আল মামুন,মফিজুল ইসলাম প্রমূখ।