প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভুমিদস্যু শাহজালালের নেতৃত্বে করে জোরপূর্বক অবৈধভাবে মেঘনা নদী দখল ও বালু ভরাট চলছে

489

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার মেঘনা নদীর তীরবর্তী সরকারী জমিতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভুমিদস্যু শাহজালালের নেতৃত্বে সোনারগাঁয়ে পাওয়ার স্টেশন নির্মাণের নামে মেঘনা নদী দখল করে জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাটের অভিযোগ উঠেছে একটি ঠিকাধারী কোম্পানির বিরুদ্ধে। পার্শ্ববর্তী গজারিয়া উপজেলার চরবেতাকি এলাকায় পাওয়ার স্টেশন নির্মাণের নামে কয়েকদিন ধরে সোনারগাঁয়ের ওই জমিতে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করছে বলে অভিযোগ উঠেছে। বালু ভরাটের পর ওই জমিতে একটি পাওয়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে সরকারী জমি দখল করার চেষ্টায় এলাকাবাসী ফুঁসে উঠেছেন।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় চরবেতাগি এলাকায় একটি পাওয়ার স্টেশন নির্মাণের জন্য সরকারের কাছ থেকে জমি লিজ পান আনলিমা পেট্রোলিয়াম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ওই লিজকৃত জমি গজারিয়া চরবেতাগি এলাকায় বালু ভরাট না করে সোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়নের চররমজান সোনাউল্লাহ মৌজার ইসলামপুর দুধঘাটা অংশে মেঘনা গ্রæপ ও সিনহা গ্রæপের কাছ থেকে পাওয়ার ডেপলেপমেন্ট বোর্ড(পিডিবি)র অধিগ্রহন করে নেওয়া জমি মেঘনা নদী ঘেঁষে ১৩ একর সরকারী জমি দখল করে বালু ভরাট শুরু করছে। এ প্রতিষ্ঠানের পক্ষে শাহাজালাল ট্রেডিং কোম্পানি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বালু ভরাটের কাজ পাওয়ার পর থেকেই গজারিয়ায় বালু না ফেলে সোনারগাঁয়ের সরকারী জমি দখল করে বালু ভরাটের কাজ শুরু করছেন।

সরেজমিনে গতকাল সোমবার দুপুরে চর রমজান সোনাউল্লাহ এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে ৫টি শক্তিশালী ড্রেজারের মাধ্যমে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নদীর পানিতেই বালু ফেলছে। এতে করে নদী ভরাট হয়ে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানটি তাদের লিজকৃত সম্পত্তি গজারিয়া চরবেতাগিতে বালু না ফেলে উল্টো দিকে সোনারগাঁয়ের অংশে বালু ফেলছে।

এব্যাপারে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জনগন এ জমিতে চাষবাস করে ফসল উৎপাদন করতো। আনালিমা পেট্রোলিয়াম লিমিটেড তাদের লীজকৃত গজারিয়ার জমিতে বালু ভরাট না করে সোনারগাঁয়ে জমিতে বালু ভরাট করে জমি বেহাত করছে। আমি তীব্র প্রতিবাদ জানিয়ে এ জমিতে বালু ভরাট বন্ধ করে নদী ও জমি রক্ষায় প্রশাসনের কাছে অনুরোধ করছি।

বালু ভরাটের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক শাহাজালাল মিয়া জানান, আনলিমা পেট্রোলিয়াম লিমিটেড একটি পাওয়ার স্টেশন স্থাপানের জন্য এ জায়গাটি সরকারের কাছ থেকে লিজ নিয়েছে। আনলিমা কোম্পানীর পক্ষে তাদের লিজকৃত জমিতে আমরা বালু ভরাট করছি। কোন সরকারী জমি আমরা দখল করি না।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, সরকারী সম্পত্তিতে কাউকে বালু ভরাট করতে দেয়া হবে না। বালু ভরাটের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।