কালুখালীতে প্রবাসীর বাড়ীতে অভিনব কায়দায় দস্যুদের হানা, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

441

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় দস্যুরা এক প্রবাসীর বাড়ীতে অভিনব কায়দায় দস্যুরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া ইউনিয়নের বাস্তেখোলার সৌদি পাড়ার প্রবাসী লোকমান মন্ডলের বাড়ীতে এ দস্যুতার ঘটনা ঘটে।
সৌদি প্রবাসী লোকমান মন্ডলের স্ত্রী লাকি বেগম জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টায় একদল দস্যু প্রাচীর ডিঙিয়ে তার বাড়ীতে প্রবেশ করে। তারা হাঁসের ঘর ভেঙ্গে হাঁসের সহায়তায় বাড়ীর মানুষ জাগিয়ে কাছে আনার চেষ্টা করে। কিন্তু ফল হয় না। অবশেষে দস্যুরা ছাগলের ঘর ভেঙ্গে ছাগল পিটাতে থাকে। এ সময় ছাগলগুলো ডাকাডাকি শুরু করলে লোকমান মন্ডলের স্ত্রী লাকি বেগম ও মা রওশন আরা ঘর থেকে বের হয়। এসময় দসুরা অস্ত্রের মুখে পরিবারে ওই দুই সদস্যকে জিম্মি করে বাড়ীর সব গুলো চাবি তাদের হেফাজতে নিয়ে নেয়। পরে দস্যুরা ঘরে সর্বত্র তল্লাসী করে ঘরে রাখা নগদ ৭০ হাজার ৫শ টাকা সহ মোট ৩ লক্ষ ৭ হাজার ৫শ টাকার মালমাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কালুখালী থানায় একটি মামলা হয়েছে।
কালুখালী থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম জানায়, ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় ২ দস্যু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল, বাস্তেখোলার সাহেব আলীর ছেলে কালাম মন্ডল(২৭) ও পাংশা কাজিয়ালপাড়া গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে খাইরুল ইসলাম।
ওসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।