র‍্যাব-১১ এর অভযিানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

359

সময়ের চিন্তা ডত কমঃ ১৭/০৬/২০১৯ তারিখ বিকাল ০৬:২৫ মিনিটের সময় র্যা ব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ০১নং গুদারাঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ সবুজ মোল্লা (৩২), পিতা-নুরুল আমিন মোল্লা, মাতা-রোকসানা আমিন, সাং-এলাহি নগর, মোল্লাপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করেন। তাহার দখল হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।