সোনারগাঁয়ে ভুমিদস্যু শাহজালালের পাচঁটি ড্রেজার গুড়িয়ে দিয়েছে

620

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরের সরকারি জায়গা দখল করে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে ২১ শ্রমিককে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত তিনটি ড্রেজার আটক করা হয়। পরে সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নিবার্হী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এছাড়াও গতকাল মঙ্গলবার বিকেলে বিআইডব্লিউটিএ ওই এলাকায় অভিযান চালিয়ে বালু ভরাট কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ গুড়িয়ে দিয়েছে।
সোনারগাঁ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা নদীর র্তীরবর্তী চররমজান সোনাউল্লাহ মৌজার প্রায় ১৩ একর জমি ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট করছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালিয়ে ২১ জন ড্রেজার শ্রমিককে আটক করে। এসময় বালু ফেলার কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হোসেন জানান, আনলিমা পেট্রোলিয়াম নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরবেতাগি এলাকায় পাওয়ার ষ্টেশন নির্মাণের জন্য সরকারের কাছ থেকে জমি লিজ পায়। তারা লিজকৃত জমিতে গজারিয়ার চরবেতাগিতে বালু ভরাট না করে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার চর রমজান সোনাউল্লাহ মৌজার সরকারী ১৩ একর জমিতে বালু ভরাট শুরু করে। প্রতিষ্ঠানটির পক্ষে মেসার্স শাহ জালাল ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারী জমিতে গত কয়েকদিন যাবত এই বালু ভরাটের কাজ করছে।
খবর পেয়ে গত সোমবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালিয়ে ২১ জন ড্রেজার শ্রমিককে আটক করে।
তিনি আরো বলেন, ড্রেজার দিয়ে বালু ভরাটের অপরাধে আটককৃত ২১ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রত্যেক শ্রমিককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজা প্রাপ্ত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে সোনারগাঁ উপজেলা নিবার্হী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ড্রেজার দিয়ে মাটি কেটে নদী ভরাট ও ড্রেজার জব্দের বিষয়টি নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্নপরিচালক গুলজার আলীকে অবহিত করেন।
বিআইডব্লিউটিএর নারায়ণঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার বিআইডব্লিউটিএর একটি টিম মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাচঁটি ড্রেজার ও বিপুল পরিমান ড্রেজারের পাইপ ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়।