সময়ের চিন্তা ডট কমঃ বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষী চক্রবর্তীর সভাপত্বিতে গোদনাইল উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২০ জুন ২০১৯ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটের সময় অনুষ্ঠানের শুরুতে কবি সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কবিকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পী সুমাইয়া শ্যামা ও ফাতেমা আক্তার।
সভায় বক্তারা বলেন-জাতীর বিবেক কবি সুফিয়া কামাল ছিলেন এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী, তিনি একাধারে কবি, সাহিত্যিক, রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬দফা আন্দোলন, ৬৯’এর গণ অভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, নারী অধিকার রক্ষার আন্দোলন, সকল ক্ষেত্রে তাঁর উজ্জল পদচারণা ছিল। নারী মুক্তি ও নারী অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ১৯৭০ সালে বাংলাদেশ মহিলা পরিষদ গঠন করেন। ¯^াধীন বাংলাদেশে নারী অধিকার রক্ষায় তিনি অগ্রণী ভুমিকা পালন করেছেন এবং আজীবন এ লক্ষ্যেই কাজ করে গেছেন। তিনি ধর্মীয় গোঁড়ামী ও কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন। তিনি নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্রের ¯^প্ন দেখতেন। বাংলাদেশকে প্রগতির লক্ষ্যে অগ্রসর করতে হবে, তরুণ প্রজন্মকে অগ্রসর করতে হবে। তাঁর কর্মের জন্য তিনি সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন। তাঁর আদর্শ বুকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।
আলোচনা করেন জেলা সহ-সভাপতি সালেহা বেগম, সাধারন সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারন সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, গোদনাইলের সভাপতি মাসুদা সুলতানা, সহ-সভাপতি খাইরুন নেছা, সাধারন সম্পাদক ও সহকারী প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা , প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ । গোদনাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর পক্ষে প্রধান শিক্ষক লাল মামুদ মিয়া, নবম শ্রেণীর ছাত্র মো: রিয়াজ ও অষ্টম শ্রেণীর ছাত্রীর ফাতেমাতুজ জোহরা।
আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিতা করা হয়। ১ম, ২য় ও ৩য় হয় যথাক্রমে ফাতেমাতুজ জোহরা, আয়শা আলভী ও স্নেহা রানী। শিক্ষক-শিক্ষার্থী ও পাড়ার ১২০ জন সদস্য অংশগ্রহণ করেন।