পাংশা মহিলা কলেজে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম

1429

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশা মহিলা কলেজে দুইটি পদে নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ বোর্ডে কলেজের গভর্ণিং বডির সভাপতি অনুপস্থিত থাকলেও চলমান ছিল নিয়োগ কার্যক্রম। জানা যায়, সমাজ বিজ্ঞান ও বাংলার প্রভাষক পদে ্৮ জন নিয়োগ দেয়া হয় ১৯ শে জুন ২০১৯ তারিখে। কিন্তু, নিয়োগ দেয়া হয়েছে অযোগ্য ব্যক্তিদের। লিখিত পরীক্ষা, ভাইভা একই দিনে অনুষ্ঠিত হয়, যা নজির বিহীন।
এই নিয়োগে হতাশ রাজবাড়ীর পাংশার সচেতন মহল। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, এমন নাম করা একটি মহিলা কলেজে এমন অনিয়ম এর আগে ঘটেনি। কলেজে নিয়োগ দেয়া হয়েছে প্রিন্সপালের মনগড়া প্রার্থীদের। এই নিয়োগ অবিলম্বে বাতিল করে যোগ্যদের শিক্ষক নিয়োগ দেয়ার দাবি সচেতন মহলের।