নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-১১ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে র্যাব-১১ এর দায়িত্বপূর্ন এলাকায় চাঁদাবাজি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। উক্ত অপরাধ দমনের লক্ষ্যে র্যা ব-১১ চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০১৯ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় র্যা ব-১১ সিপিএসসি এর বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজি করার সময় হাতে-নাতে ০৩ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শামাীম (২৯), পিতা- মৃত মোহাম্মদ আলী, ২। মোঃ ইকবাল হোসেন (৩৯), পিতা- মৃত হাসেম বাছর এবং ৩। রকিব (১৯) পিতা- মোঃ রুনু মিয়া। এই সময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২৮,৮০০/- টাকা উদ্ধার করা হয়।
উপস্থিত স্বাক্ষী, স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চিটাগাং রোড এলাকায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্কেটের দোকানদারদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন ১০০/- থেকে ৫০০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন ব্যবসায়ী বা দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। র্যা ব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ২৫ জুন ২০১৯ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত ০৩ জন আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ বন্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।