নিজস্ব প্রতিনিধিঃ র্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃক্সখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বিশেষ করে এনসিটিবি তথা সরকারের যে প্রয়াস তা প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অনৈতিক লাভের উদ্দেশ্য একটি অসধু বই প্রকাশক ও বিক্রেতা সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বরাবরই সোচ্চার রয়েছেন। র্যা ব-১১ এর দায়িত্বপূর্ন এলাকায় এনসিটিবি’র অনুমোদনবিহীন পাঠ্যবই প্রকাশক ও বিক্রেতা সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৬ জুন ২০১৯ খ্রিষ্টাব্দে দিবাগত রাতে র্যা ব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর আভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে ডিএমপি, ঢাকার সূত্রাপুর থানাধীন ১৫নং রূপচাঁদ লেন বাড়ির মালিক আলহাজ্ব নাঈম আহম্মেদ খাঁন এর নিচ তলার ভাড়াটিয়া প্রতিষ্ঠান “ভাই ভাই বুক বাইন্ডিং’ এবং ঢাকা জেলার ডেমরা থানাধীন মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডস্থ “ফাইভ স্টার প্রিটিং প্রেস এন্ড পাবলিকেশন্স’ এ অভিযান পরিচালনা করে এনসিটিবি’র অনুমোদনবিহীন একাদশ-দ্বাদশ শ্রেনীর মূল পাঠ্যবই ছাপানোর অভিযোগে ০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। ভাই ভাই বুক বাইন্ডিং এর মালিক মোঃ নবী খাঁন (৩৫), পিতা-আলী মোহাম্মদ খাঁন এবং ২। ফাইভ স্টার প্রিটিং প্রেস এন্ড পাবলিকেশন্স এর ম্যানেজার মোঃ আইয়ুব হোসেন (৫৩), পিতা- মৃত ইউসুফ হোসেন। অভিযানে ঘটনাস্থল হতে এনসিটিবি’র অনুমোদনবিহীন একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা মূল পাঠ্য বইয়ের নকল প্রিন্টেড কপির ৪,৫০০ টি বইয়ের সমপরিমান ৪৭ টি বান্ডিল ও বাংলা সাহিত্য ও সহপাঠ মূল টেক্স বইয়ের এনসিটিবি এর নকল লোগো সহ ০২ বান্ডেল বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় কলেজ ও মাদ্রাসার মূল পাঠ্য বইয়ের নকল প্রিন্টেড কপির প্রিন্ট,বাইন্ডিং, সংরক্ষণ ও বিক্রয় করিয়া প্রতারণা মূলক ব্যবসা চালিয়ে আসছে। নকল এই পুস্তকগুলোতে অনেক মুদ্রন জনিত ত্রুটি ও তথ্যের বিভ্রাট রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে প্রতারিত ও বিকৃত তথ্যের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও এইচএসসি-তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে নতুন পরিমার্জিত টেক্স বই আগামী ১লা জুলাই থেকে বাজারে প্রদানের লক্ষ্যে এনসিটিবি তথা সরকারের যে প্রয়াস উক্ত কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অনৈতিক লাভের জন্য এই অসাধু বই প্রকাশক ও বিক্রেতা সিন্ডিকেট চক্র এনসিটিবির মূল টেক্স বই নকল করে বাজারজাত করে আসছে। র্যা ব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর অনুসন্ধানে এনসিটিবি’র অনুমোদনবিহীন পাঠ্যবই ছাপানো ও বিক্রি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ২৬ জুন ২০১৯ খ্রিষ্টাব্দে দিবাগত রাতে ডিএমপি, ঢাকার সূত্রাপুর থানাধীন ১৫নং রূপচাঁদ লেন বাড়ির মালিক আলহাজ্ব নাঈম আহম্মেদ খাঁন এর নিচ তলার ভাড়াটিয়া প্রতিষ্ঠান “ভাই ভাই বুক বাইন্ডিং’ এবং ঢাকা জেলার ডেমরা থানাধীন মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডস্থ “ফাইভ স্টার প্রিটিং প্রেস এন্ড পাবলিকেশন্স’ এ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমি, ঢাকার সূত্রাপুর ও ডেমরা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Home
আইন ও অপরাধ র্যাব-১১ এর অভিযানে অনুমোদনবিহীন একাদশ-দ্বাদশ শ্রেনীর মূল পাঠ্যবই ছাপানোর অভিযোগে ০২ জনকে...