রুদ্রবার্তা ২৪ঃ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত আদি ফুডল্যান্ড মিষ্টির দোকানে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
২৬ই জুন বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
যাদের গ্রেফতার করা হয়েছে- ফতুল্লার কাশিপুরের আফজাল বেপারীর ছেলে সামাদ হোসেন (৩২), বাবুরাইল ভুইয়া পাড়া এলাকার ভাড়াটিয়া কুনু মিয়ার ছেলে সোহেল (৩২), ১নং বাবুরাইল তারা মসজিদ এলাকার আব্দুর রহমানের ছেলে রিফাত (২০), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সায়েম (২০), নুর হোসেনের ছেলে রবিন হোসেন রনি (২৫), আব্দুল হাকিম সরকারের ছেলে সজিব ওরফে টুন্ডা সজিব (২২), বাবু চন্দ্র দাসের ছেলে শচীন চন্দ্র দাস (২০), রাকিব (২২), বাবুল মিয়ার ছেলে রিয়াদ (২০), ফতুল্লা হোসাইনী নগর উত্তর গোয়ালবন্দ মৃত আনোয়ার হোসেন খলিফার ছেলে মহাদ্দেছ খলিফা আরমান (২৫), ১নং বাবুরাইল বটতলা এলাকার নুরুল হকের ছেলে জুম্মন (২০), উত্তম দাসের ছেলে সোহান দাস (২১), ইব্রাহিমের ছেলে হাসান (২০)। তবে এই মামলার প্রধান আসামি সন্ত্রাসী দারুন এখনো অধরা রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, আদি ফুডল্যান্ডের হামলার ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫ জুন) রাতে নগরীরর পাইকপাড়ায় অবস্থিত আদি ফুডল্যান্ড নামে একটি মিষ্টির দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় সংঘটিত এই হামলার ঘটনায় আজমেরী ওসমানের অনুসারীরা জড়িত বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমান হাবিব। ভাঙচুরের ঘটনায় সদর মডেল থানায় আজমেরী ওসমানের অনুসারী সন্ত্রাসী দারুনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন হাবিব। হাবিবও এক সময় আজমেরী ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল।