ঠিকাদার হাবুর অনিয়ম ও দুর্নীতিতে চলছে নাসিক ১৮ নং ওয়ার্ড শহীদনগরে ড্রেন নির্মান কাজ

495

রিপন সরকার, সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ সির্টি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড শহীদ নগর ক্লাব মার্কেটের এর সামনে সহ সুকুম পট্রি মসজিদ সংলগ্নে ড্রেন নির্মান কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পুরনো ড্রেনের স্ল্যাব ভেঙ্গে ড্রেন নির্মানের সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ও পুরাতন সামগ্রী দিয়ে ড্রেন নির্মান করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
জানা যায়, শহীদ নগর থেকে ডিয়ারা, শুকুম পট্টি মসজিদ পর্যন্ত ড্রেন নির্মান কাজ করছেন নাসিকের ঠিকাদারী একটি প্রতিষ্ঠান। শহীদ নগর এলাকা বাসী জানান পুরাতন ড্রেনের স্ল্যাব মেশিনের মাধ্যমে ভেঙ্গে নতুন করে ড্রেন নির্মান কাজে ব্যবহার করছে। তবে স্থানীয়রা জানায় যে, গত ( ২৪ জুন) সোমবার পুরাতন ড্রেনের স্ল্যাব মেশিনের মাধ্যমে ভাঙ্গা ময়লা পাথর গুলো নতুন করে ড্রেন নির্মান কাজে ব্যবহার করতে দেখে এলাকাবাসী বাধা দিলে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা চলে যায়।
স্থানীয় দোকানদার বলেন, অনেক দিনে ধরে ড্রেনের পুরাতন স্ল্যাব রাখা ছিল। সে গুলোকে মেশিনে ভেঙ্গে নতুন করে ড্রেনের কাজে ব্যবহার করছে। তাতে এলাকাবাসী ড্রেনের কাজে অনিয়ম দেখে বাধা দেয়। তাছাড়া গত মঙ্গলবার ৩০ এপ্রিল ঠিকাদারের অবহেলার কারণে ডিয়ারা কড়ইতলায় রাখা ড্রেনের নির্মাণাধীন সিমেন্টের বস্তা গুলো তিনবারের বৃষ্টিতে ভিজেছে বলে সংবাদমাধ্যমকে জানানো হয়।
অপর আরেক দোকানদার জানায়, ড্রেন নির্মানকারী ঠিকাদারী প্রতিষ্ঠান নাসিকের মেয়র আইভীর বিয়াই হাবু মন্ডলের সহকারী বাপ্পিকে গত ( ২৪ জুন) সোমবার দুপুর বেলায় অনিয়ম ও দুর্নীতি কাজে বাধা প্রদান কালে বাপ্পী স্থানীয়দের সাখে খারাপ আচরণ করে বলে জানা যায়। এছাড়া ড্রেন নির্মান কাজে যে পরিমান রড দিয়ে ড্রেন নির্মান করার কথা, তা না কর্‌, রড চুড়ি করছে এমন অভিযোগও করে এলাকাবাসী।
আরও জানা যায় নাসিকের স্বাধীন নামে কালো লম্বা করে একজন লোক এসে ছবি তুলে আর ফোন করে বলে বস সব ঠিক আছে, আপনাদের আসার দরকার নাই, আমি ছবি তোলে পাঠাচ্ছি।
এছাড়া এলাকাবাসীর দাবী, সব কিছুতেই যেন চুড়ি হয়ে যাচ্ছে লোহার রড ও পাথর চুড়ি হচ্ছে। পুরাতন স্ল্যাব ভেঙ্গে সে গুলো আবার মেশিনের মাধ্যমে নতুন করে ব্যবহার করছে আর নতুন মাল মজুত করেছে মেরে খাওয়ার জন্য। তাই ড্রেনের টেকসই মান নিয়ে ও প্রশ্ন চলে আসছে।
এছাড়া এলাকার মুক্তিযুদ্ধা মার্কেটের পাশের সড়কে গতবছর ড্রেন নির্মান করা হয়েছে আর সেই ড্রেনেও বিভিন্ন অংশে ফাটল ধরেছে।নাসিক এ সকল অপেশাদার ও অর্থলোভী ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে বলে সুশীলদের মন্তব্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের মুঠোফোনে কল করলে তিনি জানান, পুরাতন কোন সামগ্রী দিয়ে নাসিকের কোন ড্রেনের কাজ করা হয় না। শহীদ নগরে ড্রেনের কাজে পুরাতন সামগ্রী ব্যবহার করা হচ্ছে বিষয়টি জেনেছি। নাসিকের প্রকৌশলী গিয়ে পরির্দশন করেছেন এবং বর্তমানে কাজ বন্ধ করে রাখা হয়েছে। তাছাড়া ড্রেন নির্মানে অনিয়মের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
কিন্তু শহীদ নগর এলাকা বাসী আরোও জানান, এতো কিছু হওয়ার পড়েও গত বুধবার ২৬ জুন পুনরায় ঠিকাদার হাবুর সহকারী বাপ্পী ও তার শ্রমিকরা কাজ করেছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিকের পরির্দশনকারী সহকারী উপ-প্রকৌশলী নাজমুল আলম জানায়,নাসিকের ঠিকাদার হাবু এই ড্রেন নির্মান কাজ করছেন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। কিন্তু পুরাতন সামগ্রী পাইনি তবে এলাকাবাসী জানিয়েছে তারা নির্মান কাজে বাধা দেয়ার পর এগুলোকে অন্যথায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তিনি জানান অনিয়মে বিষয়ে ঠিকাদার কে আমরা শোকজ করব।
এ ব্যাপারে নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসাইন এর মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার জানামতে আমাদের এখানে নতুন পাথর দিয়ে ঢালাই হয়েছে। শহীদ নগর গোগনগর সমাজ কল্যাণ পরিষদের সামনে কাজ বন্ধ রাখার ব্যাপারে জানতে চাওয়া হলে, কাউন্সিলর কবির বলেন, কারা কাজ বন্ধ করেছে তা আমার জানা নেই। তারপরও ইঞ্জিনিয়ার গিয়ে যাচাই-বাছাই করে এসেছে। এছাড়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের পাশের সড়ক আবু তাহের এর বাড়ির সামনে ড্রেন ফাটল তা আমরা সংস্কার করে দিব।