নিজস্ব প্রতিনিধিঃ র্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যা ব শুরু থেকে যে কোন ধরনের অপরাধ, প্রতারনা মূলক অপরাধ প্রতিরোধ এবং প্রতারক চক্রকে সনাক্ত ও গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য অনুমোদনবিহীন হাসপাতাল ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে র্যা ব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যা ব ১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে ২৭ জুন ২০১৯ খ্রিষ্টাব্দে রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর হাজী মোতালেব খান সুপার মার্কেটে “দি স্কয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে’ রোগী দেখার সময় ভুয়া ডাক্তার গোলাম জাকারিয়া (৪০), পিতা- গাউসুল হক’কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাঃ এম.এইচ. জাকারিয়া এমবিবিএস, এফসিজিপি (এফ মেডিসিন) পিজিটি যৌন এর্লাজি পিজিটি (মেডিসিন ও শিশু) মেডিক্যাল অফিসার (ভি-নিট), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এক্স বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা নামীয় বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড ও রোগী দেখার প্রেসক্রিপশন প্যাড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গোলাম জাকারিয়া এর বাড়ি গাইবান্ধা জেলার কালিরখামার এলাকায়। সে দীর্ঘদিন নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে নিজের প্রতিষ্ঠান “দি স্কয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে’ নিয়মিত রোগী দেখে আসছে। সে তার নামের পাশে ডাক্তারী ডিগ্রী হিসেবে, নিজেকে ডাঃ এম.এইচ. জাকারিয়া এমবিবিএস, এফসিজিপি (এফ মেডিসিন) পজিটিভ যৌন এর্লাজী পিজিটি (মেডিসিন ও শিশু) মেডিকেল অফিসার (ভি-নিট), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, সিসিডি বারডেম জেনারেল হাসপাতাল নামে নিজস্ব প্যাডে প্রেসক্রিপশন ফরমে উল্লেখ করেছে। র্যা বের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার এমবিবিএস ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে কোন এমবিবিএস ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদ সে আরো জানায় স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করেছে। সে দীর্ঘদিন যাবৎ নিজেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছে এবং NYDTC HEALTH & Education organization এর নামে ০২ (দুই) বছর মেয়াদী Diploma in Nursing (DIN) ‡কোর্স পরিচালনা করে আসছে যাতে সে একজন Course co-ordinator। তাছাড়াও কোন প্রকার সরকারী অনুমোদন না নিয়ে “দি স্কয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ এর এমডি হিসেবে পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মামলা রুজু করা হয়েছে।