আবুল কালাম আজাদঃ রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এবং জাতীয় পতাকা অংকন করেন। বুধবার সন্ধ্যারাতে পাংশা পৌরসভা চত্বরে জনসভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’ চিত্রাংক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পরুস্কার বিতরণ করেন। উপজেলা আ.লীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ’র সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস,বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ,পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান টিটো চৌধুরী,জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক,পাংশা উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু,সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান গনি,উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর,আ.লীগ নেতা শহীদুজ্জামান বিশ্বাস,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ,যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম মারুফ,সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল প্রমূখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,নিরবতা পালন,দোয়া মোনাজাত ও আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।