সোনারগাঁয়ে ব্যবসায়ী রাসেলের উপর হামলাকারী ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

391

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্য দিবালোকে শিশু সন্তানের সামনে পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যানের ছেলে ব্যবসায়ী রাসেল ভূঁইয়া(৩৫)র উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প যাদুঘরের সামনে এ কর্মসুচি ও বিক্ষোভ মিছিল পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় এলাকাবাসী হামলাকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার বড় ছেলে রাসেল ভূঁইয়া তার পাঁচ বছর বয়সী মেয়ে রাইফা ও চার বছর বয়সী ভাতিজা সানজিদকে নিয়ে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার মালিকানাধীন আইয়ুব প্লাজার তৃতীয় তলায় অবস্থিত এনএফসি চাইনিজ রেস্টুরেন্টে খেতে যান। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা সোনারগাঁয়ের স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী মৃত সবুজ মিয়ার ছেলে হৃদয় ওরফে গিট্টু হৃদয়, মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার আফজালের ছেলে বিশাল, আরাফাত, পিরোজপুর ইউনিয়নে কুরবানপুর মাদলাপাড়া এলাকার মৃত সাফাত উল্লাহর ছেলে রাসেল, কুরবানপুর মাদলাপাড়া এলাকার বাসিন্দা ইমরানসহ আরও ১০/১২জন সন্ত্রাসী বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে রেন্টুরেন্টে ঢুকে পড়ে। তারা আমার ছেলে রাসেলের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তার সামনে থেকে রাইফা ও সানজিদা নামের দুটি শিশুকে অপহরন করার চেষ্টা করে। এসময় রাসেল বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

এ ঘটনায় আহত রাসেলের পিতা সিরাজুল হক বাদী হয়ে শুক্রবার রাতে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।