ঢাকা মহানগর এম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিঃ এর নতুন কার্যালয় উদ্বোধন

1214

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার শ্যামলীতে আবস্থিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে ঢাকা মহানগর এম্বুলেন্স মালিক সমবায় সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা-নগর থানা আওয়ামীলীগ এর সভাপতি সাব্বির হোসেন মাসুদ।

প্রধান অতিথি বলেছেন, আমি সব সময় ঢাকা মহানগর এম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাথে থাকবো। এছাড়াও যতটুকু পারি আমি তাদের সার্বিক সহযোগিতা করব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারিক হাসান কাজল সাধারণ সম্পাদক ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ। তিনি জানান. শহীদ সরোয়ারদী হাসপাতালে যখন অগ্নিকান্ড হয় তখন ঢাকা মহানগর এম্বুলেন্স মালিক সমবায় সমিতি উদ্ধার কাজে এগিয়ে আসেন। আমি তাদের সাথে আছি থাকবো, যে কোনো সহযোগিতা তাদেরকে আমি করব।

এছাড়াও বিশেষ অতিথি ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ হাসান নুর রাষ্ট্র বলেন, আমরা সবাই একসাথে কাজ করব, কাজ করলে দেশ এগিয়ে যাবে, প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ে তুলবো।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন মোঃ আলমগীর হোসেন সভাপতি ঢাকা মহানগর এ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড।

আলমগীর হোসেন বলেন, এতদিন আমাদের বসার কোন জায়গা ছিল না। যিনি আমাদেরকে এই বসার জায়গা করে দিয়েছেন, একটি অফিস করে দিয়েছেন। তার নিকট আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তবে এম্বুলেন্সের চালকদের প্রতি আকুল আবেদন এই যে, আপনারা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। মাদক সেবন করবেন না। যাত্রীর সাথে ভালো ব্যবহার করবেন।

এসময় তিনি ট্রাফিক সার্জেন্টদের উদ্দেশ্যে বলেন, আপনারা সব সময় রাস্তায় থাকেন, আমরা নিজেরাও দেখি। অনেক কষ্ট করেন রোদ বৃষ্টি মাথায় নিয়ে। আপনারা ঢাকা মহানগর এম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাথে সহযোগিতা করবেন আশা করি।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান ইমন ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার টেকনোলজিস, ঢাকা মহানগর এ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি মোঃ ফরিদুর ইসলাম, মোঃ লিটন খান সাধারণ সম্পাদক প্রমুখ।