কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

471

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনে অংশ গ্রহন করতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার মতিয়ার রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৩ জন, মহিলা সরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন প্রতিদন্দীতা করবেন।
মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ¯^তন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল বাশার বাদশা, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া ও ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমন, অ্যাড. মফিজ মিয়া।
কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন কাউন্সিলর প্রার্থী হিসেবে পনির হোসেন, আতাউর রহমান ওরফে চাঁন মিয়া, আবু নাঈম, ফেরদৌসী আক্তার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে মিনারা বেগমসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপ্রত্র দাখিল করেছেন। ইতি মধ্যে প্রার্থীরা প্রচার প্রচারনা শুরু করেছে। প্রার্থীরা পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনারা বেগম বলেন, আমি নির্বাচিত হলে নারীদের অধিকার নিয়ে কাজ করবো। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করবো।
কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী আক্তার বলেন, আমি নির্বাচিত হলে বাল্য বিয়ে বন্ধসহ মাদক নির্মূলে কাজ করবো। এলাকার রাস্তাঘাট নির্মানসহ এলাকার উন্নয়ন করবো।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।
উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬’শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১’শ ৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫’শ জন।