নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল পানিরকল এলাকাস্থ এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানীর মজুদকৃত মেয়াদোত্তীর্ণ ৬০ ধরনের অনুমানিক ৩ লাখ ৮৩ হাজার টাকার ওষুধ ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার মোঃ ইকবাল হোসেন উপস্থিতিতে। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিতি ছিলেন কিউ এ ডি জি এম গোলাম মোহাম্মদ ফারুক ,কিউ এ ডেপুটি ম্যানেজার সাজ্জাদ হোসেন, এসিআই কোম্পানির প্রধান ডিরেক্টর অপারেশন ইশতিয়াক আহমেদসহ প্রমূখ।
ধংসকালিন সময় স্করডন লিডার এম আওলাদ হোসেন(অবসরপ্রাপ্ত)এইচ আর এডমিন জি এম বলেন, দীর্ষ দিন ধরে এসিআই কোম্পানী সুনামের সাথে দেশ বিদেশে ওষুধ বাজারজাত করে আসছে। কোম্পানী সর্বদাই মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে নিজ¯^ চুল্লির মাধ্যমে ধ্বংস করে থাকে। সারা দেশ থেকে ২৯ টি ডিপোর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে আমাদের এ কার্যালয়ে জমা করে পরে তা ধ্বংস করা হয়।