ফতুল্লায় ভুয়া গ্যাস কর্মকর্তা গ্রেফতার

352

নিজস্ব প্রতিনিধিঃ ৩০শে জুন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন রঘুনাথপুর এলাকায় সুপ্রিয়া বেগম(৫০), পিতা- মৃত গোলাম জিলানী, সাং- রঘুনাথপুর, কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর বাসায় তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে জনৈক ১) রুহুল আমিন (৪২), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং- শেকের পাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী, এ/পি সাং- পদুকাষ্ট্যান্ড, (শাহীন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ, ২) মোঃ বাবু সরদার (৪৪), পিতা- মৃত এমএম আঃ লতিফ, সাং- পূর্ব ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, ৩) শরিফ (৪৪), পিতা- মৃত সিদ্দিক মিয়া, সাং- পূর্ব ইসদাইর বুড়ির দোকান, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, ৪) মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা- মৃত হায়দার খান, সাং- বায়তী উত্তর পাড়া, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, এ/পি সাং- পঞ্চবটি চাদনী হাউজিং ফরিদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, ৫) ফয়সাল (২৮), পিতা- মোঃ শাহ জালাল, সাং- বাগবাড়ি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ-গণ গ্যাসের সংযোগসহ চুলা দেখতে চায়। বাসার মালিক আসামীদের নিকট পরিচয়পত্র দেখতে চাইলে আসামীগন পরিচয়পত্র না দেখিয়ে বলে যে, “আপনার গ্যাস সংযোগটি অবৈধ, গ্যাসের সংযোগটি আমরা বন্ধ করে দিব, যদি সংযোগটি চালু রাখতে চান তাহলে ৫০,০০০/- টাকা দিতে হবে। উক্ত ব্যক্তিদের আচরণ সন্দেহজনক হওয়ায় বাড়ীর মালিক সুপ্রিয়া বেগম এর ভাই গোলাম মেহেদী হাসান তুহিন স্থানীয় লোকজনের সহায়তায় বর্ণিত ব্যক্তিদের আটক করে ফতুল্লা থানা পুলিশকে সংবাদ দেয়। ফতুল্লা থানা পুলিশ এসে উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। পুলিশ কর্তৃক আসামীদের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা পলাতক আসামী ৬) মোঃ ইরান মজুমদার (৪৫), পিতা- মৃত সোলেমান মজুমদার, সাং- মোহাম্মদপুর, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি সাং- ২৬ মনিপুরীপাড়া, নীচ তলা, থানা- তেজগাও, ঢাকা এর নাম প্রকাশ করে। পলাতক আসামীর মদদ ও পরামর্শক্রমে অভিযুক্তরা তিতাস গ্যাস ডিষ্ট্রিবিউশন কোঃ নারায়নগঞ্জ এর কর্মকর্তা সেজে উক্তরূপ কাজ করেছে মর্মে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা নং-০১, তাং-০১/০৭/২০১৯, ধারা-১৭০/৩৮৫/৫০৬ দঃবিঃ রুজু করা হয়। আসামীদের ০৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।