পাংশা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার ভোর থেকে জীবজগতের মঙ্গল কামনায় শুরু হয়েছে ৭২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ তারকব্রহ্ম সংকীর্তন অনুষ্ঠান। পাংশা শহরের প্রাণকেন্দ্র নারায়ণপুরে অবস্থিত স্বর্গীয় হরিপদ কুন্ডু মহাশয়ের বহির্বাটী প্রাঙ্গণে ৩০ জুন রবিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহানামযজ্ঞের শুভারম্ভ হয়। তিনদিন ব্যাপী অখন্ড নাম সংকীর্তন শেষে আগামী বৃহস্পতিবার ভোরে কুঞ্জভঙ্গের মাধ্যমে ভোগরাগ অনুষ্ঠিত হয়ে সমাপ্তি ঘটবে। উক্ত অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে উপস্থিত হয়ে মহানামযজ্ঞানুষ্ঠান সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন স্বর্গীয় হরিপদ কুন্ডুর বড়ছেলে শ্রী সঞ্জীব কুমার কুন্ডু।