বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ৫০গ্রাম গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ১লা জুলাই রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আক্তার(৫০) ও রামনগর এলাকার মৃত শ্রী নিধন মন্ডলের ছেলে সেন্টু মন্ডল(৬০)।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং০৩(০৭)১৯ ও ০৪(০৭)১৯ইং।
থানা সুত্রে জানা গেছে,গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এসআই রফিক পুরান বন্দর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আক্তারকে ৩০পিছ ইয়াবাসহ আটক করে। অপরদিকে রামনগর এলাকা থেকে ধামগর ফাঁড়ীর এসআই নাহিদ মাসুম সেন্টু মন্ডলকে ২’শ ৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
আটককৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।