এরশাদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

476

সময়ের চিন্তা ডট কমঃ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফলর্ ষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এ মোনাজাত করেন আলহ্জ মোঃ জয়নাল আবেদীন কেন্দ্রীয় সদস্য জাতীয় পার্টি ও সহসভাপতি জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আজ ০২/০৭/২০১৯ ইং তারিখ রোজ মঙ্গলবার বাদ মাগরিব আল জয়নাল প্লাজাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে জনাব, আলহাজ মোঃ জয়নাল আবেদীন সভাপতীতে মাননীয় চেয়ারম্যান জাতীয়পার্টি ও সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর রোগমুক্তি ও র্দীঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহাফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, জানে আলম লালা সহ-সভাপতি জাতীয় পার্টি সিদ্ধীরগঞ্জ থানা বিশেষ আমন্ত্রনে অনুষ্ঠানে অংশগ্রহন করেন জনাব মোঃ গোলাম কাদীর সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রেজি: নং বা: জা: ১৭ বিভিন্ন থানা ও এলাকা থেকে জাতীয় পার্টির নেতা কর্মী ভাই বোনেরা ব্যাপকভাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতি সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে আমাদের জাতীয় পার্টির অভিবাবক পল্লীবন্ধু শুধু আমাদের জাতীয় পার্টির নয় তিনি সমগ্র বাংলাদেশের প্রতিটি মানুষের। আজ আমাদের দেশের মানুষ, মা ও বোনেরা ও তার জন্য দোয়া করছেন, আমরা ও তার জন্য দোয়া ও র্দীঘায়ু কামনায় এবং অনুষ্ঠান এই দোয়া মাধ্যমে তাকে আল্লাহ পাক সুস্থ পাশাপাশি জনাব ভার প্রাপ্ত চেয়ারম্যান জি,এম, কাদের ও তার পরিবার এবং জাতীয় পার্টির সকল অংঙ্গ সংঘঠনের নেতা ও কর্মীদের একতা ঐক্য শুশৃক্সখল ভাবে জি,এম, কাদের সাহেবর নেতৃত্বে অটুট থাকার জন্য আহবান জানাই। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করেন।