থ্রী হুইলার শ্রমিকলীগের চাঁদাবাজিতে ব্যপক তোলপাড় সর্বস্তরের দাবী চাঁদা বাজদের গ্রেপ্তার

398

সময়ের চিন্তা ডট কমঃ বন্দর উপজেলার কামালউদ্দীনের মোড় এবং পার্শ্ববর্তী বিভিন্ন রাস্তায় থ্রী হুইলার শ্রমিকলীগ নামে রশিদের মাধ্যমে চাদা আদায়ের সংবাদে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকার জনগন এবং সমাজের সর্স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গের দাবী তাদের অচিরেই গ্রেপ্তার করা হউক। এধরনের ভূইফোড় সংগঠন বা কাউয়ালীগ এর নামে চাঁদাবাজি আওয়ামীলীগ কারও দায়িত্ব নিতে পারেনা। আওয়ামীলীগ এশিয়ার বৃহত্তম এবং প্রচীনতম দল। এই দল আজ ৭০ বছরে পদার্পণ করেছে। জনগণের এবং সাধারন মানুষের এই দলটি স্বাধীনতা সংগ্রামে এককতৃত্বে বঙ্গবন্ধুর ডাকে যোদ্ধে ঝাপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করেছে। কিছু অসাধু ছিচকে সন্ত্রাসী চাঁদাবাজ এই দলের সুনাম নষ্টো করা জন্য, দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম ও তাদের অপ-ত্যপরতা কিছুতেই মেনে নেওয়া যায় না। এধরনের চাঁদাবাজি এবং সংগঠনের বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে প্রতিবেদককে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, এধরনের সংগঠনের কোনো অনুমোদন আওয়ামীলীগ থেকে দেওয়া হয় নাই। শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি পুলিশ সুপারকে বলব তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নিতে। আপনারা প্রশাসনকে অবহিত করেন।
জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেন, এধরনের সংগঠন আছে বলে আমার জানা নেই। পলাশ আরও বলেন, শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি বন্দরের শুক্কুর মাহমুদ সাহেব আমার চেয়ে উনি ভাল জানবেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, স্বাধীনতা জন্ম দেওয়া আওয়ামীলীগ এমন কোনো সংগঠন দেবেনা যে জনগনের রক্তচক্ষু চুষে খাবে। আওমীলীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামীলীগ মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগের দুর্নাম হোক তা আমি চাইনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেন।
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন জানান, এধরনের অপকর্ম যারা করে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে নস্যাৎ করার করার জন্য করে। আমরা আগেই বলেছি এ সমাজ শুধু রাজনীতিবিদের নয়, সাংবাদিকদের নয়, এ সমাজ শুধু প্রশাসনে নয়, এ সমাজ আমার-আপনার সবার। আমরা সবাই মিলে এ সমাজেকে সুন্দরভাবে গড়ে তুলব। আর যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের নাম ব্যবহার করে এধরনের অপকর্ম চালাচ্ছে, আমি প্রশাসনকে অনুরোধ করব অতি শীগ্রই এদের বিরোদ্ধে ব্যবস্থা নিন।
এছাড়াও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের শহর ও বন্দর সর্বস্তরের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।