বন্দরে নূর নবী জামে মসজিদে ১ লাখ টাকার চেক প্রদান

361

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে নূর নবী জামে মসজিদে ১ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন পূর্বা ডেইরি এন্ড এ্যাগ্রো ফার্ম লিঃ প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান। শুক্রবার ৫জুলাই জুম্মা নামাজের পর মসজিদের সভাপতি হাজী আমজাদ হোসেনের কাছে এ চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বা ডেইরি এন্ড এ্যাগ্রো ফার্ম লিঃ জেনারেল ম্যানেজার হামিনুর রহমান খান ও পাবলিক রিলেশন অফিসার সাইদ মোঃ মুনিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক হাজী গনি মিয়া,হাজী আলীআকবর, হাজী আবুল বাসার,মোঃ হাবিবুর রহমান,হাজী আসলাম মিয়া,রিপন মিয়া,কামরুল হাসান সুমন,বাছেদ মিয়াসহ মুসল্লী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।