বন্দরে অর্থ আত্নসাতের ঘটনায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর অফিসার রফিকুল ইসলাম বিরোদ্ধে মামলা

492

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকদের অর্থ আতœসাতের ঘটনায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরির লিয়াজো অফিসার রফিকুল ইসলাম বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ৪ জুলাই রাতে আকিজ সিমেন্ট কোম্পানির সিনিয়র অফিসার মাসুম বিল্লাহ বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(৭)১৯।

জানা গেছে,খুলনা জেলার খালিশপুর থানা এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম বন্দরে একরামপুরস্থ আকিজ সিমেন্ট ফ্যাক্টরির লিয়াজো অফিসার হিসেবে কমরত ছিল। সে সুবাধে রফিকুল ইসলাম আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর মালামাল বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারী করে থাকে।

এর ধারাবাহিকতায়, গত ২০ জুন সকাল ১০টায় কোম্পানির গ্রাহকদের ১ লাখ ৮৩ হাজার ৯২ টাকা আত্নসাত করে পালিয়ে যায়।