বন্দুক যুদ্ধের ঘটনার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি শানুর মিয়া গ্রেফতার

293

নুরুজ্জামান সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর (হালেয়া) গ্রামের বন্দুক যুদ্ধের ঘটনার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি শানুর মিয়া গ্রেফতার। আসামী শানুকে গতকাল রাত ১ঃ৩০ মিনিটের সময় নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। আসামী শানু রাজনগর (হালেয়া) গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
দিরাই থানার এস আই তাহের মোল্লাহ প্রতিবেদককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি শানুর মিয়াকে গ্রেফতার করে আজ সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করি। সুনামগঞ্জ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য দিরাই উপজেলা নির্বাচনের আগমুহূর্তে প্রতিপক্ষের লোকদের বন্দুক দিয়ে হামলার চেষ্টা করেছিল ওয়ারেন্ট ভুক্ত আসামি শানুর মিয়া।