নুরুজ্জামান সুনামগঞ্জ প্রতিনিধিঃ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ সুনামগঞ্জ ব্যাটালিয়ান বাশতলা বিওপি দোয়ারাবাজার সীমান্তের চোরাই পথে নিয়ে আসা ভারতীয় গরুর চালান ও মশুর ডাল আটক করেছে।
৪ঠা জুলাই বৃহস্পতিবার রাতে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশতলা বিওপির টহল দল প্রায় পৌনে পাচ লক্ষ টাকা মূল্যের চোরাই গরুর চালানটি আটক করে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির টহল দল বৃহস্পতিবার রাতে সীমান্ত পিলার ১২২৬/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ১২০ কেজি বাংলাদেশী মটর বুট এবং ৩০ কেজি মশুর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৬০০/- টাকা।
অপরদিকে,দোয়ারাবাজারের বাশতলা সীমান্তের মেইন পিলার ১২৩১/১-এস এর নিকট হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৬১৮৮৫৮, মানচিত্র ৭৮ও/৮) দোয়ারাবাজার উপজেলাধীন ০১নং বাংলাবাজার ইউনিয়নের হকনগর (শহীদ মিনার) নামক স্থান হতে ০৭ টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ০৭ টি গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করতঃ সিজার করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার আনুমানিক মূল্য ৪,৯০,০০০/- টাকা।