প্রেস বিজ্ঞপ্তিঃ আসামী আবু বক্কর (৩৫), বিপ্লব (৩২), মোজা (৩০), ও সালাউদ্দিন সালু(৩২) উক্ত মামলার ভিকটিম সিদ্দিক মিয়া কে মাদক সেবনকে কেন্দ্র করে হত্যা করে ও তার লাশ পাশের কাশবনের মধ্যে গুম করে। আসামী আবু বক্কর কে গ্রেফতারের পর সে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। এছাড়া ১৬৪ ভুক্ত পলাতক আসামী সালাউদ্দিন সালু(৩২) কে ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত হাসানুজ্জামান ও তার টিম অদ্য ০৮/০৭/২০১৯ খ্রি: ভোর ০৫.০০ ঘটিকার সময় ভোলাইল হতে গ্রেফতার করেন এবং ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। উল্লেখ্য যে উক্ত আসামীর নামে ফতুল্লা থানায় ৯ টি মাদক সহ অন্যান্য মামলা রয়েছে , এছাড়া তার নামে ২ টি জিআর ও ২ টি সিআর ওয়ারেন্ট মূলতবী রহিয়াছে।