বন্দর প্রতিনিধিঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রি মফিজুল(৪০) ও তার স্ত্রী পারভিন(৩৫)কে পিটিয়ে জখম,লাঞ্চিত ও বাড়িঘরে হামলা চালিয়েছে উশৃক্সখল আলিফ বাহিনী। রবিবার সন্ধ্যা ৬টায় বন্দর কলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে সোমবার রাতে বন্দর থানায় আহত মফিজুলের স্ত্রী পারভিন বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে,গত ৪জুলাই সকালে বন্দর কলাবাগ এলাকার রাজমিস্ত্রি মফিজুলের স্ত্রী পারভিনের সাথে একই এলাকার সিরাজ মিয়ার স্ত্রী ঝর্না বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গত রবিবার সন্ধ্যায় ঝর্না বেগমের ছেলে মাদকসেবী আলিফ,মৃত সাঈদ মিয়ার ছেলে সিতাব,শামিম মিয়ার ছেলে নিবিরসহ ২০/২৫জনের একটি সংঘবদ্ধ দল লাঠি,রড ও কাচি নিয়ে রাজমিস্ত্রি মফিজুলের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারী আলিফ রাজমিস্ত্রি মফিজুলকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। মফিজুলকে বাঁচাতে তার স্ত্রী পারভিন এগিয়ে আসলে তাকেও বেধরক পিটিয়ে লাঞ্চিত করে। এ সময় প্রতিবেশি রাজা মিয়ার স্ত্রী আয়েশা বেগম ও রফিকুল মিয়ার স্ত্রী মাসুদা বাধা দিলে তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক হামলা ও তান্ডপ চালিয়ে রাজমিস্ত্রি মফিজুলের ঘর থেকে ৮আনি স্বর্নের চেইন ও স্যামসাং মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। আহতদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।